জানুয়ারি ২৫, ২০২৬, ০২:২৭ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে আজ তিনি কুমিল্লা জেলার তিনটি স্থানে পৃথক জনসভায় বক্তব্য দেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় আয়োজিত তিনটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এর আগে ২২ জানুয়ারি তারেক রহমান সিলেট বিভাগ সফর করেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভা শেষে তিনি ঢাকায় ফেরেন। ২৩ জানুয়ারি নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে জনসংযোগ ও সমাবেশে অংশ নেন তিনি। পরে গতকাল রাতে তিনি চট্টগ্রামে পৌঁছান।
আজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও নারায়ণগঞ্জে সমাবেশ শেষে কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারম্যান। নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, রাত ৭টায় কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী ফুলতলী ডিগবাজী মাঠ এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভা করবেন তিনি। পরে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি) বলেন, দীর্ঘদিন পর দলীয় প্রধানের আগমনকে ঘিরে কুমিল্লায় উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও যানবাহন পার্কিংসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
সরেজমিনে দেখা গেছে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকেই সদর দক্ষিণের সুয়াগাজী সমাবেশ মাঠে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সাবেক ছাত্রনেতা ও বর্তমানে গ্রীসপ্রবাসী আব্দুর রাজ্জাক টিটো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রচারণায় অংশ নিতে তিনি দেশে ফিরেছেন।
নেতা-কর্মীরা মনে করছেন, তারেক রহমানের এই সফর দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও দৃঢ় করবে এবং আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লা স্টেডিয়ামে তৃণমূল নেতা-কর্মীদের সমাবেশে অংশ নিতে কুমিল্লা সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে কুমিল্লাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।