ময়মনসিংহে তারেক রহমান, যশোরে ডা. শফিকুর রহমানের আগমন—নেতাকর্মীদের উচ্ছ্বাস

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৫৭ এএম

ময়মনসিংহে তারেক রহমান, যশোরে ডা. শফিকুর রহমানের আগমন—নেতাকর্মীদের উচ্ছ্বাস

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে প্রায় এক বছর পর যশোরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুজনই নিজ নিজ জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। তাদের আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ ও যশোর—দুই জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিএনপি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এর আগে ২০০৪ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধিদের একটি কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহে এসেছিলেন তিনি।

স্থানীয় নেতারা জানান, জনসভায় তিন থেকে চার লাখ মানুষের সমাগম হতে পারে। সোমবার সন্ধ্যার পর থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ময়মনসিংহে আসতে শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মীরাও সকাল থেকে বিকাল পর্যন্ত সার্কিট হাউজ মাঠে জড়ো হবেন। সে অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা যুবদলের সহসভাপতি জামিলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের শীর্ষ নেতা তারেক রহমানকে কাছ থেকে দেখতে অপেক্ষার প্রহর গুনছি আমরা। তার মুখে অবহেলিত ময়মনসিংহ অঞ্চলের নানা উন্নয়নের পরিকল্পনা শুনবো। তিনি যেভাবে জনসমাবেশে মানুষকে কাছে টেনে নিচ্ছেন এটা বিরল। নেতার আগমনে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে নেতাকর্মীরা আসছেন। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা এসেছেন।’

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনসভার সব প্রস্তুতি শেষ। আমরা আমাদের নেতাকে বরণ করতে সর্বোচ্চটুকু করেছি। সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিছিল নিয়ে মাঠে প্রবেশ করবে সবাই। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।’

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেন, ‘সড়কপথে এসে বিকাল ৩টায় তারেক রহমান সার্কিট হাউজের সমাবেশে যোগ দেবেন। এর আগে ২০০৪ সালে তারেক রহমান এসেছিলেন। তার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। সার্কিট হাউজ মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। সেভাবে সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা।’

যশোরে জামায়াতের আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার যশোরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেবেন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

জামায়াত নেতারা জানান, ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এর আগে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর দলীয় সম্মেলনে যশোরে এসেছিলেন তিনি। এক বছর এক মাস পর আবারও যশোরে আসছেন জামায়াত আমির। এ জনসভায় তিনি দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল জানান, জনসভায় অন্তত তিন লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের আগে জামায়াত আমিরের আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। জনসভায় তিনি ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা ও জোটের দলীয় প্রতীক তুলে ধরবেন। এছাড়া জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় গেলে যশোরের সমস্যাগুলো সমাধানে দলের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরবেন।

গোলাম রসুল আরও বলেন, ‘যশোর অবিভক্ত প্রথম জেলা হিসেবে বিভাগ হওয়ার দাবিদার। দীর্ঘদিন ধরে যশোরের দুঃখখ্যাত ভবদহ সমস্যা সমাধানে জামায়াত আমিরের কাছে দাবি জানাবো। যশোরে উন্নতমানের হাসপাতাল ও ৫০০ শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতালের দাবি উঠাবো। সবমিলিয়ে জেলার উন্নয়নে জামায়াত আমির দলের পরিকল্পনার কথা জানাবেন।’

Link copied!