জানুয়ারি ২০, ২০২৬, ০১:৩১ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিন সোমবার সকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। ওই বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।