পদত্যাগ করলেন এনসিপি নেতা পলাশ মাহমুদ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:২৮ পিএম

পদত্যাগ করলেন এনসিপি নেতা পলাশ মাহমুদ

পলাশ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ পদত্যাগ করেছেন। আজ (মঙ্গলবার) তিনি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিতভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে পলাশ মাহমুদ উল্লেখ করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে তিনি মনে করছেন, বর্তমান কাঠামোর ভেতর থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা এই মুহূর্তে তার পক্ষে সমীচীন নয়। সে কারণে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, এই সিদ্ধান্ত দল বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা কিংবা অসম্মানের বহিঃপ্রকাশ নয়। বরং দলের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মানসিকতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পদত্যাগপত্রে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানান পলাশ মাহমুদ। পাশাপাশি ভবিষ্যতে গণতন্ত্র, ন্যায় ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে ব্যক্তিগত অবস্থান থেকে ভূমিকা রাখার আগ্রহের কথাও জানান তিনি।

পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক, জেলা সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পলাশ মাহমুদ বলেন, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন এই মুহূর্তে আমার জন্য সমীচীন নয়।’

Link copied!