জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েন অভিযুক্ত ওই নেতা।
অভিযুক্ত ব্যক্তির নাম কাজী নূরুল ইসলাম। তিনি ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং উপজেলা জামায়াতে ইসলামীর একজন সক্রিয় নেতা বলে জানা গেছে। ঘটনার সময় তার সঙ্গে উপজেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ ভোটারদের হাতে এক হাজার টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন।
স্থানীয়রা বিষয়টি টের পেলে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের ঘিরে ধরে প্রতিবাদ জানায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।