জানুয়ারি ২৯, ২০২৬, ০২:১৯ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নবনির্মিত ‘সি-বিচ’ বর্ডার আউটপোস্ট (বিওপি) এবং প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বর্ডার আউটপোস্টের (বিওপি) উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আজ (বৃহস্পতিবার) দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।
বিজিবি জানায়, বুধবার (২৮ জানুয়ারি) সেন্টমার্টিন দ্বীপে নবনির্মিত বিওপি উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক। সেখানে বিজিবি সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। দায়িত্ব পালনরত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ় করা এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই বিওপিটি নির্মাণ করা হয়। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বিজিবি।
এরপর মহাপরিচালক টেকনাফ উপজেলার লেঙ্গুরবিলে নবনির্মিত ‘সি-বিচ বিওপি’ উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এ বিওপিতে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন সি-বিচ বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেখানে কর্মরত বিজিবি সদস্যদের দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নিরাপত্তার দায়িত্ব পালন করত। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। তবে সীমান্ত ও দ্বীপটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল পুনরায় সেন্টমার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন করা হয়। নতুন বিওপি উদ্বোধনের মাধ্যমে দ্বীপটিতে বিজিবির কার্যক্রম পূর্ণাঙ্গ রূপ পেল।