রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ১২:৫২ পিএম

রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার) দুপুরে তারেক রহমানকে বহনকারী বিমানটি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন, যেখানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। এ সফরের অংশ হিসেবে তিনি নওগাঁ ও বগুড়াতেও পৃথক জনসভায় ভাষণ দেবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহীতে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। বিএনপি নেতাদের দাবি, আজকের সমাবেশটি রাজশাহীর ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হতে যাচ্ছে।

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলা নিয়ে যৌথভাবে আয়োজিত এ জনসভাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তিনি আবার রাজশাহীতে এলেন। জনসভা মঞ্চ থেকেই তিনি তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী বিএনপির নেতারা জানান, তারেক রহমানের সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা একাধিক দফায় জনসভাস্থল ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন।

রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, তারেক রহমান রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছেন, যা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন তারেক রহমান নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যায় তিনি নওগাঁর এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। পরে নওগাঁ থেকে বগুড়া গিয়ে রাত ৮টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন। রাতে তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন। মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় তিনি পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

Link copied!