হবিগঞ্জে এনসিপি থেকে ১২ জনের পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৩:৪২ পিএম

হবিগঞ্জে এনসিপি থেকে ১২ জনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির ১২ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন দুইজন যুগ্ম আহ্বায়ক, চারজন যুগ্ম সদস্য সচিব এবং ছয়জন সাধারণ সদস্য।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা আহ্বায়কের মাধ্যমে কেন্দ্রীয় আহ্বায়কের কাছে পাঠানো পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।

পদত্যাগকারীরা হলেন— যুগ্ম আহ্বায়ক নুরুল হক টিপু ও আব্দুল পয়াহি মনির; যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজীব, শেখ রুবেল আহমদ, সালমা আহসান ও সঞ্জয় দাশ; এবং সদস্য হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন, শফিউল আলম খান, জাহিদ মিয়া ও সোফায়েল আহমদ।

পদত্যাগের বিষয়ে যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ মনির বলেন, স্থানীয় ও কেন্দ্রীয় কমিটির কার্যক্রম নিয়ে মতবিরোধের কারণে আমাদের এ দলে থাকা সম্ভব না হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি ৯১ সদস্যবিশিষ্ট হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।

Link copied!