স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:১৮ পিএম

স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ সোমবার মানবিক বিবেচনায় তাকে ছয় মাসের জামিন দেওয়া হয়েছে।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে। এ সময় তার পাশেই নিথর দেহে পড়ে ছিল তাদের ৯ মাসের শিশু সন্তান নাজিম।

এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়।

সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার পর যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

Link copied!