জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে চলমান বিতর্ক এখন শেষ পর্যায়ে। তবে বিষয়টির নিষ্পত্তি বাংলাদেশের অনুকূলে নাও যেতে পারে। ভারত সফরে দল পাঠাতে রাজি না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বাংলাদেশের অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনার পরই ভারত সফর নিয়ে আপত্তির অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের চাওয়া—বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।
এ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক দফায় আলোচনা হলেও ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি যদি ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে বর্তমান র্যাংকিং অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গা পেতে পারে স্কটল্যান্ড।
ভেন্যু পরিবর্তনের দাবির পেছনে খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সামনে এনেছে বিসিবি। তবে আইসিসির নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো নির্দিষ্ট বা বাড়তি হুমকি নেই। ঝুঁকির মাত্রা ‘লো টু মডারেট’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ ছাড়া বিসিবি বিকল্প হিসেবে গ্রুপ পর্বে নিজেদের জায়গা আয়ারল্যান্ডের সঙ্গে অদলবদল করে শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলার প্রস্তাব দিলেও আইসিসি তা গ্রহণ করেনি। একই সঙ্গে আয়ারল্যান্ডও এমন ব্যবস্থায় খেলতে আগ্রহী নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।