নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:৪৬ পিএম

নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে বাংলাদেশ

ছবি: বাফুফে

ফুটসালে অপরাজিত যাত্রা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী দল। আজ নেপালকে ৩-০ গোলে হারিয়ে সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের নেতৃত্বে বাংলাদেশ ফিরেছে সাফ নারী  ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে।

ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ শানায় বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটে কৃষ্ণা রানের পাস থেকে দলকে লিড এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন। যদিও ম্যাচের পাঁচ মিনিটের মধ্যে প্রথম গোল করার সুযোগ থাকলেও সাবিনা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। পরে তা প্রায়শ্চিত্ত হিসেবে গোল আকারে ফিরিয়ে আনেন।

ছবি:  বাফুফে

সাবিনার গোলের পর বাংলাদেশকে দ্বিতীয় লিড এনে দেন কৃষ্ণা রানী। ১৯ মিনিটে কৃষ্ণার গোলের পর শেষ পেরেক মারেন লিপি আক্তার। দ্বিতীয়ার্ধে ৩৩ মিনিটে লিপির গোল বাংলাদেশের জয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেয়।

নেপাল অবশ্য ব্যবধান কমানোর চেষ্টা করে, কিন্তু গোলরক্ষক স্বপ্ন আক্তার ঝিলি তাদের আক্রমণ আটকে দেন।

টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৭, সমান পয়েন্ট পাকিস্তানের সঙ্গে। এর আগে ভারতের বিপক্ষে জয় ও ভুটানের সঙ্গে ড্র করে বাংলাদেশ।

চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৭ দলের টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই উপভোগ করবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি।

Link copied!