দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:২৮ পিএম

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ভেতরে পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, আজ (সোমবার) থেকে তাদের ব্যালট পাঠানো শুরু হয়েছে।

নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের কাছে আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এ ব্যবস্থার আওতায় ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরা এবার ভোট দিতে পারবেন।

ইসি সচিব জানান, ব্যালট পেপার হাতে পাওয়ার পর দ্রুত ভোট প্রদান করে তা ফেরত পাঠাতে হবে। দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে প্রার্থীর নাম সংযুক্ত থাকবে বলেও জানান তিনি।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ও দেশের বাইরে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেক ভোটার দেশের ভেতরে অবস্থান করছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
 

Link copied!