রাজধানীর মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০১:০২ পিএম

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে  নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ–মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের দিকে মৌচাক ফ্লাইওভারের ফরচুন মার্কেট সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১)। 

ইয়াসিন একজন শিক্ষার্থী।  তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।তাদের বাড়ি মুগদা এলাকায়। তার বাবার নাম জহিরুল ইসলাম।

নিহত সিএনজি চালক নয়ন তালুকদারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের অপর আরোহীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে রমনা থানা পুলিশ।

Link copied!