ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। তবে এই সফরকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান সমীকরণে কোনো তাৎক্ষণিক পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে এর ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমবে কি না, তা সময়ের ওপরই নির্ভর করছে।”
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বেগম জিয়ার গ্রহণযোগ্যতা শুধু বাংলাদেশেই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া জুড়েই বিস্তৃত ছিল। সে কারণেই তাঁর শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন।
তিনি বলেন, “এই উপস্থিতি তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত মর্যাদারই প্রতিফলন।”