টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৪:১৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার ইচ্ছা জানাতে আইসিসিকে ইমেইল পাঠিয়েছিল। ইতিমধ্যে আইসিসি থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বোর্ড। বুধবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবি আরও বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, নাহলে পয়েন্ট কাটা হবে– এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আইসিসি থেকে কোনো কঠোর বার্তা বা আলটিমেটাম তারা পায়নি। বরং ভেন্যু ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দুই সংস্থার মধ্যে আলোচনা এখনও চলছে।

এর আগে ক্রিকইনফো ও ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের বিসিবির অনুরোধ আইসিসি সরাসরি নাকচ করেছে। কিন্তু বিসিবি তা উড়িয়ে দিয়েছে।

বিসিবি বলেছে, তারা আগেও খেলোয়াড়, কর্মকর্তা ও দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছিল। এই উদ্বেগের জবাবে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা বিসিবির উত্থাপিত নিরাপত্তা শঙ্কাগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বিসিবি আরও জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনায় তাদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার হবে।

মূলত এই টানাপোড়েনের সূত্রপাত হয়েছিল আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা থেকে। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজ ছেড়ে দিতে নির্দেশ দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

বিশ্বকাপ শুরু হতে মাত্র এক মাস বাকি। সূচি অনুযায়ী, বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তারা ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইতে খেলবে। এখন দেখার বিষয় বিসিবি ও আইসিসি কোন সিদ্ধান্তে পৌঁছায়।

Link copied!