এপ্রিল ৮, ২০২৫, ১১:১৬ পিএম
বাংলাদেশ নৌবাহিনীর আটককৃত জাহাজ। ছবি : সংগৃহীত
মানবপাচার প্রতিরোধে আবারও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ মঙ্গলবার গভীর সমুদ্র থেকে ‘এফভি কুলসুমা’ নামের একটি মাছ ধরার নৌকা আটক করেছে। নৌকায় থাকা ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিক।
নৌবাহিনীর সূত্রে জানা যায়, সেন্টমার্টিন্স দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে সন্দেহজনকভাবে চলমান একটি নৌকা শনাক্ত করে ‘বানৌজা দুর্জয়’। তাৎক্ষণিকভাবে জাহাজটি নৌকার গতিপথ রোধ করে তল্লাশি চালায় এবং ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮ জন শিশুসহ মোট ২১৪ জনকে আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশের উদ্দেশ্যে ৮ এপ্রিল রাত দুইটার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাপলাপুর এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। নৌকাটিতে ছিল না কোনো পর্যাপ্ত খাদ্য, পানি, জীবনরক্ষাকারী সরঞ্জাম কিংবা সুরক্ষা ব্যবস্থা—যা যাত্রীদের জন্য চরম ঝুঁকি সৃষ্টি করেছিল।
বাংলাদেশ নৌবাহিনীর তাৎক্ষণিক ও দক্ষ অভিযানের ফলে সম্ভাব্য মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। পরবর্তীতে আটককৃত রোহিঙ্গা নাগরিক এবং মাছ ধরার নৌকাটি বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন্সের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, তারা দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে সদা প্রস্তুত রয়েছে। মানবিকতা, দায়িত্ববোধ ও নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়েই তারা এ ধরনের অভিযান পরিচালনা করে চলছে।