ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণতন্ত্রের লাশ পড়েছে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৩:১২ পিএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণতন্ত্রের লাশ পড়েছে

দেশে আট ধাপে সম্পন্ন হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণতন্ত্রের লাশ পড়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: কিছু ক্ষেত্রে ভুল হয়েছে, ইভিএমে ভোট বড় সাফল্য

বর্তমানে আইন প্রণেতারা আইন প্রণয়নের চেয়ে উন্নয়নেই বেশি আগ্রহী জানিয়ে মাহবুব তালুকদার বলেন, “ কিন্তু উন্নয়ন কখনও গণতন্ত্রের বিকল্প ব্যবস্থা নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে। এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে? কথাটি রূপকার্থে বলা হলেও এটাই সত্য।”

নির্বাচন কমিশন গঠনে প্রণীত আইন সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে চলমান সংকটের সমাধান হবে না মন্তব্য করে এই বিদায় নির্বাচন কমিশনার বলেন, “ আগামী নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এতে সংকট আরও ঘণীভূত হবে। আশাবাদী মানুষ হিসেবে আমি সব সংকটের সমাধান চাই।”

আরও পড়ুন: বিদায় নিচ্ছে আজ নূরুল হুদা কমিশন

সব নির্বাচনে টাকার খেলা হয় জানিয়ে মাহবুব তালুকদার আরও বলেন, “ইউনিয়ন থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত সব জায়গায় জনমানুষের প্রতিফলন অনুপস্থিত। এখানে সবচেয়ে বেশি টাকার খেলা হয়। এতে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।” অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।  

ইসি মাহবুব বলেন, “নির্বাচন কমিশনের বড় দুর্বলতা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের অনিয়ম, পক্ষপাতিত্ব, জালিয়াতি ইত্যাদি সম্পর্কে ভুক্তভোগীরা যেসব অভিযোগ করেন, সে বিষয়ে যথাযথ নিষ্পত্তি হয় না। অধিকাংশ অভিযোগই আমলে না নিয়ে নথিভুক্ত করা হয় বা অনেক ক্ষেত্রে নথিতেও তার ঠাঁই হয় না।”

বিদায়ী এই নির্বাচন কমিশনার আরও বলেন, “নির্বাচন নিয়ে গত ৫ বছরে যা কিছু বলেছি, তাতে কোনো ফলোদয় হয়েছে বলে মনে হয় না। আগেও বলেছি, নির্বাচন কমিশন গঠন আইন বাধ্যতামূলক। তবে আইনটি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে, সংকটের সমাধান হবে না।”

প্রসঙ্গত, এর  আগে, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের লেকভিউ চত্বরে বিদায়ী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  ওই সংবাদ সম্মেলনে  প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না। এছাড়া করোনা পজিটিভ থাকায় নির্বাচন কমিশনার শাহাদাত হোসেনও উপস্থিত হতে পারেননি।

Link copied!