প্রথমবার জাহাজে কাঁচকলা গেলো মালয়েশিয়ায়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২৩, ০৩:১৯ এএম

প্রথমবার জাহাজে কাঁচকলা গেলো মালয়েশিয়ায়

বাংলাদেশ থেকে প্রথমবার জাহাজে করে বিদেশে রফতানি হলো কাঁচকলা। গত ৩১ মার্চ কাঁচকলা নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে, বিমানের পাশাপাশি সমুদ্রপথে বিশ্বের  বিভিন্ন দেশে আলু, লাউ, টমেটো, তরমুজ, পেয়ারাসহ নানা ধরণের সব্জি রফতানি হয়ে আসলেও এই প্রথমবার  কাঁচকলা রফতানি হলো।

চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে রফতানি হয়েছে কাঁচকলা। এবারই প্রথম দেশ থেকে কাঁচকলা রফতানি হলো। গত ৩১ মার্চ কাঁচকলা নিয়ে জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়।

সোমবার চট্টগ্রাম সমুদ্র বন্দর সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় কাঁচকলা রফতানির জন্য ‘সাত্তার ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান গত ৩০ মার্চ আবেদন করে। পরে যাচাই-বাছাই শেষে ওইদিনই রফতানির অনুমতি দেওয়া হয়। প্রথমবার ওই প্রতিষ্ঠানটি সাড়ে চার মেট্রিক টন কাঁচকলা মালয়েশিয়ায় রফতানি করেছে। এর আগে জাহাজে করে কাঁচকলা বিদেশে রফতানি হয়নি। বগুড়ার শিবগঞ্জ থেকে সংগ্রহ করা এসব কাঁচকলা রফতানি করা হয়। রফতানির বিষয়টি পরীক্ষামূলক ছিল বলেও জানা গেছে। 

এদিকে,  চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে,  সাড়ে চার টন কলাভর্তি শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনার বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে সম্প্রতি  মালয়েশিয়ার কেলাং বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে। ছয় হাজার মার্কিন ডলার চালান মূল্যের কলার পণ্যের পাশাপাশি ১৭ মেট্রিক টন গোল আলুও ছিল।

চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা গণমাধ্যমকে বলেন, “এর আগে জাহাজে করে কলা রফতানি হয়নি। এটিই প্রথম। মালেশিয়ায় এসব কলা রফতানি হয়েছে। জাহাজের পাশাপাশি বিমানের কার্গো এবং যাত্রী ফ্লাইটে করেও দেশে উৎপাদিত সবজি বিভিন্ন দেশে রফতানি করা হয়।”

অপরদিকে, চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়,  চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই বাংলাদেশি সব্জি ও ফলমূল রফতানি হয়। জিসিসি ভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল) বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে  বসবাসকরা  বাংলাদেশিদের মধ্যে দেশি সবজি ও ফলমূলের চাহিদা বেশি। এসব বাংলাদেশিদের চাহিদা মেটাতে চট্টগ্রাম থেকে প্রায় ১৫টি রফতানিকারক প্রতিষ্ঠান প্রায় ৪০ ধরণের শাকসব্জি ও ফলমূল রফতানি করে থাকে। এসব শাকসব্জি ও ফলমূলের দেশি আলু, কচু, কচুর লতি, কচুর ফুল, কচুরমুখী, করোলা, তিত করলা, লাউ, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন, ঝিঙ্গা, শসা, শিমের বিচি ইত্যাদি সবজির চাহিদা সবচাইতে বেশি। তাজা ফলমূলের মধ্যে রয়েছে কাঁঠাল, লিচু, জলপাই, কালোজাম, আনারস, পানিফল, পান ইত্যাদি।

Link copied!