বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২২, ১১:১৪ পিএম

বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) এর খসড়া হস্তান্তর করা হয়েছে।

রবিবার  বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৮ম অংশীদারত্ব সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড এ তথ্য জানান।

 

সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

ভিক্টোরিয়া  ন্যুল্যান্ড  বলেন,  যুক্তরাষ্ট্র  ও  বাংলাদেশের  দ্বিপক্ষীয় সম্পর্ক  আরো জোরদার  হয়েছে।  যুক্তরাষ্ট্রের  অস্ত্র  বিক্রি  জেনারেলসিকিউরিটি  অব  মিলিটারি  ইনফরমেশন  অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া) খসড়া বাংলাদেশকে হস্তান্তর করা হয়েছে। আমি আশা করি এটিকে ইতিবাচক হিসেবে দেখবে বাংলাদেশ।”

সংলাপে অংশ নেয়ার আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ  পরিস্থিতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, ‘বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশকে নিয়ে পথ চলতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনে  রাশিয়ার আক্রমণের ফলে বৈশ্বিকভাবে গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন এখন হুমকির মুখে। এমন পরিস্থিতিতে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র তার সব অংশীদারকে এগিয়ে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন ভিক্টোরিয়া ন্যুল্যান্ড।

এবারের সংলাপে আলোচ্যসূচিতে না থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাবের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করা হয়।

সংলাপ শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, “এটা নিঃসন্দেহে আজকের আলোচনার ‘জটিল ও কঠিন’ বিষয়। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তবে আমি বলতে পারি, আমাদের আলোচনার অনেক বিষয়ের মধ্যে এটা খুব কম সময়ই নিয়েছে।”

র‌্যাবের কার্যক্রম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে উল্লেখ করে  মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি বলেন, “এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি, গত তিন মাসে এসব বিষয় প্রতিকারের ক্ষেত্রে আমরা উন্নতি লক্ষ্য করেছি, যা পররাষ্ট্র সচিব মোমেন আজ খোলাসা করেছেন।”

ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “আমরা সরকারের পরিকল্পনাসহ একটি প্রতিবেদন পেয়েছি এবং এসব বিষয়ে কাজ করতে চাই। কারণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা গুরুত্বপূর্ণ।”

র‌্যাবের উপর নিষেধাজ্ঞা রেখে দুদেশের সম্পর্ক জোরদার করা কীভাবে সম্ভব-এমন প্রশ্নে কূটনৈতিকভাবে জবাব দিলেন মার্কিন আন্ডার সেক্রেটারি। তিনি বলেন, “যখন মানবাধিকার ও মৌলিক আইনের লঙ্ঘন হয়, তখন যুক্তরাষ্ট্র কখনও চুপ করে থাকবে না।”

ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা অব্যাহত রাখব। কারণ আইনশৃঙ্খলা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের অব্যাহত সহযোগিতা গুরুত্বপূর্ণ।”

Link copied!