ছবি: সংগৃহীত
শুল্ক জটিলতার কারণে সাত দিন আটকে থাকার পর দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে চাল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার পরে ভারতীয় ট্র্যাক থেকে বাংলা ট্রাকে চাল লোড-আনলোড শুরু হয়েছে। গত সাত দিনে হিলি স্থলবন্দরে ৬৪ ট্রাকে প্রায় ২ হাজার ৯০০ মেট্রিক টন চাল আটকা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসে রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন।
এই বন্দর কর্মকর্তা বলেন, ‘‘গতকাল সোমবার দুপুর পর্যন্ত চালের শুল্ক ৬৩ দশমিক ৫ শতাংশ ছিল। দুপুরের পর সার্ভারের পূর্বের শুল্কায়ন মূল্য প্রত্যাহার করে সরকার দুই শতাংশ শুল্কায়ন নির্ধারণ করেছে। সোমবার চাল খালাসের জন্য ব্যবসায়ীরা কোনো ‘বিল অব এন্ট্রি’ দাখিল করেননি। আজ মঙ্গলবার বিল অব এন্ট্রি দাখিল হচ্ছে। তবে যে সব ব্যবসায়ীরা দুই শতাংশে চাল খালাস করতে চান তারা ‘বিল অব এন্ট্রি’ দাখিল করলেই চাল খালাস করতে পারবেন।’’
এদিকে বন্দর থেকে চাল খালাসের পরে বাজারগুলোতে আসতে শুরু করলে এর দামের প্রভাব বোঝা যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।