ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ রোহিঙ্গা আটক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ০৮:২৪ পিএম

ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ রোহিঙ্গা আটক

কুমিল্লা জেলার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে নারী, শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে তাদের বিজিবি’র একটি দল আটক করে বুড়িচং থানায় হস্তান্তর করলে বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

খারেরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “বুধবার রাত সাড়ে ১১টায় ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

বিজিবির এই ক্যাস্প কমান্ডার আরও বলেন, “দালালের মাধ্যমে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশে তারা কুমিল্লায় এসেছিল।আটককৃতদের বৃহস্পতিবার সকালে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান গণমাধ্যমকে জানান,  আটক রোহিঙ্গাদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Link copied!