জুলাই ৩১, ২০২২, ০৭:৪১ পিএম
আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর করার সম্ভাবনা রয়েছে এবং এ সফরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে রামপালে মৈত্রী সুপার তাপ বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। রবিবার প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনদিনের ভারত সফরের সময় এই বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হবে।প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে, এ সময় দুই থেকে তিনদিন দেশটিতে অবস্থান করবেন তিনি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রবিবার বিকেলে সাংবাদিকদের একই তথ্য দিয়েছেন।
বাংলাদেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করেছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি লিমিটেড। দেড়শো কোটি মার্কিন ডলার ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড- এনটিপিসি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যৌথ মালিকানায় নির্মিত হচ্ছে।
এদিকে বাণিজ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার বিষয়ক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে ৪টি ট্রায়াল রানের প্রথমটি শুরু করেছে ভারতের কলকাতা বন্দর। শনিবার এ ট্রায়াল রান শুরু হয়।
১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, এ ৪০০ কেভি জিআইএস সুইচইয়ার্ড এবং ইন্টারকানেক্টিং ট্রান্সফরমারের মাধ্যমে, পায়রা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশের ২৩০ কেভি গ্রিড সিস্টেমে ৪০০ কেভি বিদ্যুৎ সরবরাহ করছে। যাতে বাংলাদেশের পাওয়ার গ্রিড করপোরেশন খুলনার দিকে অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদা মেটাতে সক্ষম। মৈত্রী প্ল্যান্ট সাব-স্টেশনে ৪০০ কেভি জিআইএস সুইচইয়ার্ড এবং ইন্টারকানেক্টিং ট্রান্সফরমারটি মঙ্গলবার সক্রিয় করা হয়েছিল। এতে ধীরে ধীরে চাহিদা অনুসারে বিদ্যুৎ প্রবাহ চালু হবে।
রবিবার পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে পারে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে এ প্রকল্পের উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তার সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলেও তিনি জানান।