সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন। রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর ১টায় তিনি মারা গেছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব।
মাহবুব তালুকদার নানা ধরনের গুরুতর অসংক্রামক ব্যাধি নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন।
এর আগে তাঁর অসুস্থতার খবর পেয়ে নিউইয়র্ক থেকে মেয়ে আফরীন মাহবুব, কানাডা থেকে ছেলে শোভন মাহবুব ও আমেরিকার দুটি ইউনিভার্সিটিতে পড়ুয়া তাঁর দুই নাতনী বাশঁরী আইরীন ও অপসরী আইরীন ঢাকায় এসেছেন। স্ত্রী নিলুফার বেগম ও বড় মেয়ে আইরীন মাহবুব তাঁর সাথে আছেন।
জানা গেছে, গত ১৬ জুলাই তাঁর চেন্নাই যাবার টিকিট কাটা থাকলেও শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী না হওয়ায় তা বাতিল করা হয়। তাঁকে শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই নেওয়ার চেষ্টা চলছিল।
তিনি ইউনাইটেড হাসপাতালে মেডিসিনের অধ্যাপক ডা. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
মাহবুব তালুকদার কর্মজীবনের শুরুতে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা ও শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তিনি তৎকালীন জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি সরকারি চাকরির ধারাবাহিকতায় বঙ্গবভনে ৫ বছর অবস্থানকালে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেন। শেখ মুজিবুর রহমানের সময় তিনি তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় অধিষ্ঠিত ছিলেন।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদার, কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান।