ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৬:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আবেদন ওয়েবসাইট উন্মুক্ত করেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল অথবা ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা, রূপালী) মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবে।

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নির্ধারিত এই ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) ১০০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারছেন।

 ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

২৯ এপ্রিল চারুকলা অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা।এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ১২ মে বিজ্ঞান ইউনিট ও ১৩ মে ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ও ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও চারুকলা ইউনিটের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

এদিকে, ঢাবি সূত্রে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ‘প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি’ পরিবর্তন করে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ নামকরণ করেছে  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।  আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটার সঙ্গে ট্রান্সজেন্ডার কোটা অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রান্সজেন্ডারর বা হিজড়াদের আবাসন ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। ট্রান্সজেন্ডার কিংবা হিজড়া সম্প্রদায়ের কেউ ভর্তি হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Link copied!