উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তরের জন্য দায়ের করা আপিল আবেদনে জয় লাভ করেছে আমেরিকা। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) ব্রিটেনের উচ্চ আদালতের রায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাজ্যের একটি আদালত গতবছর জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার অনুরোধ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নাকচ করে দেয়। ওই রায়ে কারণ হিসেবে বলা হয়, যুক্তরাষ্ট্রে বিচারের মুখামুখি হওয়ার মতো মানসিক অবস্থায় নেই জুলিয়ান অ্যাসাঞ্জ।
এ রায়ের বিরুদ্ধে আপিল করে যুক্তরাষ্ট্রের আইনজীবীরা বলেন, অ্যাসাঞ্জের গুরুতর মানসিক অসুস্থতার কোনো ইতিহাস নেই। বর্তমানে তিনি এমন কোনো অসুস্থতায় ভুগছেন না, যার কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না।
মার্কিন আইনজীবীরা অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির ১৭টি অভিযোগ এনেছেন। এর মধ্যে একটি অভিযোগ হচ্ছে, হাজার হাজার গোপন সামরিক ও কূটনৈতিক নথি ফাঁসের মাধ্যমে কম্পিউটারের অপব্যবহার করা।
এসব অভিযোগের দায়ে অ্যাসাঞ্জের সর্বোচ্চ ১৭৫ বছরের কারাদণ্ড হতে পারে। যদিও মার্কিন আইনজীবী বলছেন, উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে এই অভিযোগে সর্বোচ্চ ৬৩ মাস জেল খাটতে হবে।