জুলাই ৫, ২০২৫, ১২:১৫ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টিতে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারি বর্ষণের ফলে গুয়াদালুপে নদীর পানি ভয়াবহভাবে বেড়ে এই বন্যার সৃষ্টি হয়, যা শুক্রবার ভোরে মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে নদীর পানি ৮ মিটার (২৬ ফুট) পর্যন্ত বাড়িয়ে তোলে।
এই দুর্যোগের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে—নদীর তীরে অবস্থিত একটি খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে ২৩ থেকে ২৫ জন মেয়ে শিশু নিখোঁজ রয়েছে।
ক্যাম্পটিতে স্বাধীনতা দিবসের ছুটিতে প্রায় ৭০০ এর বেশি শিশু অবস্থান করছিল। বন্যায় ক্যাম্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিদ্যুৎ, পানি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানে।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক একে "ম্যাস কেজুয়ালটি ইভেন্ট" হিসেবে আখ্যায়িত করেছেন এবং নিখোঁজ শিশুদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, নিখোঁজ শিশুদের কেউ গাছে আটকে থাকতে পারে কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে—এটা মানেই তারা সবাই মারা গেছে এমন নয়।
কারভিল শহরের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস জানান, পুরো ঘটনা ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে, যা রাডার দিয়েও আগে থেকে বোঝা যায়নি।
তিনি বলেন, “সকাল হওয়ার আগেই বন্যা শুরু হয় এবং কোনো ধরনের পূর্বসতর্কতা জারি করার সুযোগই পাওয়া যায়নি।”
স্থানীয় প্রশাসনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (FEMA) উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। হেলিকপ্টার, ড্রোন ও শতাধিক উদ্ধারকর্মী দিয়ে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বন্যাকে “ভয়াবহ” ও “মর্মান্তিক” বলে মন্তব্য করেছেন। অপরদিকে, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জরুরি সহায়তা ত্বরান্বিত করতে দুর্যোগ ঘোষণা স্বাক্ষর করেছেন।
এখনো ওই অঞ্চলের বহু সড়ক চলাচলের অনুপযোগী হয়ে আছে এবং আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে জাতীয় আবহাওয়া বিভাগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—বন্যার স্রোতে ঘরবাড়ি, গাছপালা ভেসে যাচ্ছে, যা অঞ্চলটিকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলেছে।