খেরসনে তুমুল যুদ্ধ, শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩০, ২০২২, ০৯:৩১ পিএম

খেরসনে তুমুল যুদ্ধ, শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

রুশ বাহিনীর নিয়ন্ত্রণ থেকে দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরটি মুক্ত করতে চালানো হামলায় শতাধিক রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সেনা কমান্ড শনিবার এক বিবৃতিতে দাবি করেছে, তাদের পাল্টা হামলায় কোনঠাসা হয়ে পড়েছে রুশ বাহিনী। বর্তমানে ইউক্রেনের সেনাদের পাল্টা হামলার মুখে শহরটি কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

শহরের দিনিপ্রো নদীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা শতাধিক রুশ সেনা প্রাণ হারিয়েছেন। তাদের হামলায় সেখানে রাশিয়ার দুটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে বলেও ইউক্রেনিয় সেনাবাহিনীর দাবি।    

 

সেনাবিাহিনীর  পক্ষ  থেকে বলা হয়, তাদের এ হামলার লক্ষ্য হচ্ছে, রুশ বাহিনীকে দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে রাশিয়া থেকে তাদের কাছে কোন রশদ না আসতে পারে।

 

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!