যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিল পাস

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২২, ১১:৫৯ এএম

যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিল পাস

অবশেষে যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিল পাস হয়েছে। এ বিল পাস পাস হওয়াকে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল পাস বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিলটি পাস করতে কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন ১৫ জন রিপাবলিকান। বিলের পক্ষে ৬৫ ভোট, বিপক্ষে আসে ৩৩টি। সংখ্যগারিষ্ঠতা পাওয়ায় উচ্চকক্ষ বিলটিকে পাস হিসেবে ঘোষণা দেয়।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা বেড়ে যায়। নিউইয়র্কের বাফেলো, টেক্সাসের উভালদেসহ বিভিন্ন রাজ্য ও রাজ্যশহরে বন্দুক হামলার ঘটনায় বহু হতাহত হন। বিষয়টি এমন গুরুতর অবস্থায় এসে দাঁড়ায় প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই নতুন করে বন্দুক আইনের ঘোষণা দেন। তার পরিপ্রেক্ষিতেই উচ্চকক্ষ সিনেটে বিলটি নিয়ে ভোটাভুটি হয়।

বন্দুক নিয়ন্ত্রণে বিলটি পাস হলেও বাকি রয়েছে প্রেসিডেন্টের স্বাক্ষর। তার আগে প্রতিনিধি পরিষদে পাস করাতে হবে বিলটি। যা আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যেতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।

নতুন প্রস্তাবিত আইনটিতে ২১ বছরের কম বয়সীদের অস্ত্র কেনার সময় তাদের অতীত ইতিহাস খতিয়ে দেখার বিষয়টি যুক্ত করা হয়েছে। এ ছাড়া মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও স্কুলের নিরাপত্তা বাড়ানোর জন্য ফেডারেল তহবিলে ১৫ বিলিয়ন ডলার দেওয়া কথা বলা হয়েছে। আইনের খসড়ায় ‘রেড ফ্ল্যাগ’ আইন বাস্তবায়নের জন্য অর্থায়ন করার আহ্বান জানানো হয়েছে। রেড ফ্ল্যাগ হচ্ছে, হুমকি বিবেচিত ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে নেওয়ার আইন। এ ছাড়া আইনের খসড়ায় অবিবাহিত ঘনিষ্ঠ সহযোগীদের কাছে বন্দুক বিক্রি আটকাতে কথিত ‘বয়ফ্রেন্ড লুপহোল’ বন্ধ করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

Link copied!