স্ত্রী কে লুকিয়ে অন্য নারীর সঙ্গে প্রেম করেছেন ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবলার কাইল ওয়াকার। তবে গোপন কথাটি আর গোপন রইল না। অবশ্য এজন্য দুঃখ প্রকাশ করেছেন ওয়াকার।
ইংলিশ দৈনিক দ্য সানকে ইংলিশ ফুটবলার বলেছেন, ‘ভুল সম্ভবত সঠিক শব্দ নয়। এটা বেছে নিয়েছি, যা আমাকে কষ্ট দেয়।’ এখন তিনি অনুতপ্ত।
অ্যানি কিলনারের সঙ্গে বিয়ের আগে প্রেম করতেন কাইল। মডেল লরিন গুডম্যানের সঙ্গে সেই সম্পর্ক অনেকটা দূর গড়িয়েছিল। বিয়ে না হলেও একটি সন্তান ছিল লরিন-কাইলের। সেখানেই বাধে বিপত্তি। ওয়াকার এবং অ্যানি প্রেম করতেন তারও অনেক আগে থেকে। প্রায় এক যুগের সম্পর্ক পরিণতি পায় ২০২২ সালে।
তাদের ঘরে তিনটি সন্তানও আছে। নতুন করে আরেকবার অন্তঃসত্ত্বা হয়েছেন অ্যানি। কিন্তু এমন সময় লরিনের সঙ্গেও রাত কাটান কাইল। তার পেটেও সন্তান এসেছে। ইংলিশ তারকা পড়েছেন মহা বিড়ম্বনায়— ‘আমি যা করেছি, সেটা ভয়াবহ। পুরো দায় নিচ্ছি। আহাম্মকি করেছি, আহাম্মকের মতো সিদ্ধান্ত নিয়েছি।