আমির খানের ৫৬তম জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক

মার্চ ১৪, ২০২১, ০৬:২১ পিএম

আমির খানের ৫৬তম জন্মদিন আজ

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। শুধু অভিনেতা নয়, একই সাথে তিনি প্রযোজক, পরিচালক,চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক। যেকোন চরিত্রে অভিনয়ের দক্ষতা থাকায় তাকে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয়। আজ এই ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর ৫৬তম জন্মদিন।

১৯৬৫ সালে ১৪ মার্চ মুম্বাইতে জন্মগ্রহণ করেছেন তিনি। তার পুরো নাম আমির হোসেন খান। বলিউডে সফল কর্মজীবনের মাধ্যমে নিজের এক আলাদা স্থান করে নিয়েছেন তিনি। তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরুস্কার, সাতটি ফিল্মফেয়ার পুরুস্কারসহ অসংখ্য পুরুস্কার এবং মনোনয়ন  অর্জন করেছেন। এছাড়া ভারত সরকার কর্তৃক ২০০৩ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্মভূষণ পদকে সম্মানিত করা হয়। এছাড়া তিনি মাঝে মাঝে গান গেয়ে থাকেন। তিনি নিজস্ব উদ্যোগে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন্‌স প্রতিষ্ঠা করেছেন।

আমির খান মাত্র আট বছর বয়সে 'ইয়াদো কি বারাত'(১৯৭৩) এবং 'মাদহোশ'(১৯৭৪) ছবিতে শিশু অভিনেতা হিসাবে কাজ শুরু করেন। ১১ বছর পর প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসাবে কেতন মেহতার ‘হোলি’ (১৯৮৪) ছবিতে কাজ করেন, যদিও ছবিটি তেমন সাড়া ফেলতে সক্ষম হয়নি। প্রথম উল্লেখযোগ্য ছবি হিসেবে ১৯৮৮ সালে মনসুর খানের পরিচালনায় ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমাটি মুক্তি পায়। ছবিটি বিরাট সাফল্য পায় এবং মুখ্য ভূমিকায় আমির খান জনপ্রিয় হয়ে যান।

১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। তাদের দুইজন সন্তান আছে, জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের একটি ছেলে রয়েছে আজাদ রাও খান।

আমির খানের সিনেমা মানেই জনপ্রিয়তা। বেশ ভালো সময়ের বিরতির পর তাকে সম্প্রতি একটি গানে দেখা গিয়েছে। অভিনেত্রী এলি আব্রাহামের সাথে রোমান্টিক গানে তাকে দেখে ভক্তরা আনন্দিত। আজ তার জন্মদিনে সকল সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানাচ্ছে ভক্তরা।

Link copied!