কণ্ঠশিল্পীরা কনসার্টে কে কত টাকা নেন?

মুজাহিদা মোশাররত

মার্চ ৫, ২০২৩, ০৫:১২ এএম

কণ্ঠশিল্পীরা কনসার্টে কে কত টাকা নেন?

কণ্ঠশিল্পীদের কণ্ঠের যাদুতে সামনে থেকে মেতে ওঠা যেন স্বপ্নের মতো। তাইতো প্রিয় শিল্পীর কনসার্টে ঢল নামে সাধারণ মানুষের। সারাবছর যেমন তেমন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে দম ফেলার ফুরসত মেলে না শিল্পীদের। বিভিন্ন জায়গায় কনসার্টের মাধ্যমে মাতিয়ে রাখেন ভক্তদের। আর এই চার মাসই শিল্পীদের আয় রোজগারের সময়। তাদের এই কনসার্টের জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকা। চলুন জেনে নেওয়া যাক কনসার্টে ব্যান্ড ও কণ্ঠশিল্পীরা কে কত টাকা পারিশ্রমিক নেন! 

এখন পর্যন্ত পারিশ্রমিকে সবাইকে ছাড়িয়ে নগর বাউল জেমস। যাকে পেতে ঢাকার মধ্যে গুনতে হবে ৭ থেকে ৮ লাখ টাকা এবং ঢাকার বাইরে  ১২ থেকে ১৪ লাখ টাকা নিয়ে থাকেন তিনি। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্রিমিং হলে সাথে যোগ করতে হবে আরও ৪ লাখ টাকা।

স্টেজ মাতাতে তুলনাহীন মমতাজ। ঢাকার মধ্যে তিনি নেন ৮ লাখ টাকা এবং ঢাকার বাইরে ১০ থেকে ১২ লাখ টাকা।

জনপ্রিয় ব্যান্ড মাইলস্ও উচ্চ পারিশ্রমিকের বিনিময়ে স্টেজে উঠে থাকে। ঢাকার মধ্যে মাইলসের কনসার্ট ফি গুনতে হয় ৩ লাখ ও ঢাকার বাইরে ৫ লাখ।

এদিকে ওয়ারফেজ ঢাকার মধ্যে পারিশ্রমিক নেয় ২.৫ থেকে ৩ লাখ টাকা ও ঢাকার বাইরে ৩ থেকে ৪ লাখ টাকা। অন্যদিকে আর্টসেল ও শিরোনামহীন নেয় ২.৫ থেকে ৩ লাখ টাকা, ঢাকার বাইরে গেলে ৩ থেকে ৪ লাখ টাকা।

বাকি সব ব্যান্ড যেমন- এভয়েড রাফা, ভয়েস অফ মাইলস্, শূন্য, ব্যে অফ বেঙ্গল ১.৫ থেকে ২ লাখ এবং ঢাকার বাইরে ২ থেকে ২.৫ লাখ টাকা নিয়ে থাকে।

কনসার্টের আরেক জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। কনসার্টে তাঁকে পেতে চাইলে দিতে হয় ৩.৫ থেকে ৪ লাখ টাকা।

অভিনেতা ও শিল্পী তাহসান খানও নিচ্ছেন ৩.৫ লাখ টাকা। জনপ্রিয় কণ্ঠ হৃদয় খানের জন্য গুনতে হচ্ছে ৩ লাখ টাকা।

অন্যদিকে মাত্র ২ লাখ টাকায় স্টেজে উঠছেন ইমরান।

এছাড়া ২.৫ লাখ টাকা নিচ্ছেন কর্নিয়া, ঐশি ও ন্যান্সি।

আর খুদে গানরাজ থেকে উঠে আসা পড়শি নেন ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকা।

জানা গেছে কণ্ঠশিল্পীদের সবারই এখন বিশেষ ইভেন্ট ফরম্যাট-এর সাথে চুক্তি থাকে। কনসার্টের বিনিময়ে তারা নেন ২০% কমিশন।

Link copied!