করোনা মোকাবেলায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৮:৩৪ পিএম

করোনা মোকাবেলায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিন

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ববাসীকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তুতি রাখতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থার (ইসিডিসি) প্রধান অ্যান্ড্রিয়ে অ্যামেন।

করোনাভাইরাসের ভয়াবহতা তুলে ধরে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মনে হচ্ছে এটা (করোভাইরাস) থেকেই যাবে। এটা মানবদেহে বেশ ভাল করেই বাসা বেঁধেছে। খবর ডেইলি মেইলের।

করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে গণমাধ্যমে দেয়া ওই সাক্ষাৎকারে অ্যামেন আরও বলেন, ‘ এটাই (করোনাভাইরাস) প্রথম ভাইরাস নয়, যেটা আমাদের শরীরের সঙ্গে থেকে যাচ্ছে। ভাইরাসের ক্ষেত্রে এটা আলাদা নয়।’

গত চার সপ্তাহ ধরে করোনায় সংক্রমণ ও মৃত্যুর হারে নিম্নগতির তথ্য তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রবণতাকে ‘উৎসাহব্যঞ্জক’ বলে আখ্যা দিয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্যে ও বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় জনগণ এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে।  তাদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছাস ও আনন্দ। তবে ইউরোপীয় সেন্টার ফর ডিজিস ফর কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান অ্যামেনের এই বক্তব্যে জনগনের আনন্দ উচ্ছাসে কিছুটা হলেও  ভাটা পড়তে পারে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর দ্রুত তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর পাল্রা দিয়ে বাড়তে থাকে সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যে জানা যায়,সবশেষ আক্রান্ত হয়েছেন  ১০ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ১০৫ জন।  মারা গেছেন ২৩ লাখ ৯৪ হাজার ১৮ জন। আর সুস্থ হয়েছেন ৮ কোটি ৭ লাখ ৩৬ হাজার ৪৫ জন।

Link copied!