ছবি: সংগৃহীত
ভারতের পাঞ্জাবে ভেজাল মদের বিষক্রিয়ায় ১৪ জনের মৃত্যু হয়েছে।
এনডিটিভি লিখেছে, অমৃতসর জেলার পাঁচ গ্রামে এই প্রাণহানির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, গুরুতর অবস্থায় আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা একটি ইট ভাটার শ্রমিক।
নিউজ এইটটিন লিখেছে, আশপাশের গ্রামের বাসিন্দারাও ভেজাল মদপান করেছেন। তাদের অনেকের বমিসহ নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে। অমৃতসরের সরকারি হাসপাতালে বর্তমানে ১০ থেকে ১৫ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
১৪ জনের মৃত্যুর খবর জানিয়ে অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহনে বলেছেন, পরিস্থিতি দেখতে সিনিয়র এসপি মনিন্দর সিং ঘটনাস্থলে গিয়েছেন।
এ ঘটনায় ভারতীয় নয়া সংহিতা আইন এবং শুল্ক আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।