ছুটি নিয়ে ওসি গেলেন এমপির সাথে আনন্দভ্রমণে, ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৫, ২০২৩, ০৮:১৮ এএম

ছুটি নিয়ে ওসি গেলেন এমপির সাথে আনন্দভ্রমণে, ছবি ভাইরাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এরকম একটি সময়ে এমপির সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গেলেন সপরিবারে আনন্দ ভ্রমণে। ওসির এমন আনন্দ ভ্রমণকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর আলোচনা-সমালোচনা। ওই ভ্রমণের ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ওই ভ্রমণে যেতে পারিবারিক কারণ দেখিয়ে ওসি দুদিনের ছুটি নিয়েছিলেন জেলা পুলিশ সুপারের কাছ থেকে। 

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে। ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম পরিবার নিয়ে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সাথে আনন্দ ভ্রমণে কক্সবাজার বেড়াতে যান গত ১১ মার্চ। 

স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, গত ১১ মার্চ রাতে ওসি মো. ফরিদুল ইসলাম থানা ত্যাগ করেন। ১২ মার্চ টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সাথে ঢাকা থেকে প্লেনে করে পরিবার নিয়ে কক্সবাজার যান। এ সময় বিমানের সামনে ওঠানো ছবিতে সংসদ সদস্য ও ওসি ছাড়াও আরও দুইজনকে দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সামনে জাতীয় নির্বাচন থাকায় আওয়ামী লীগের একাংশের লোকজন বিষয়টিকে সমালোচনার চোখে দেখছেন। তারা ওসির সমালোচনাও করেছেন। এ আসনে সংসদ সদস্য পদে প্রার্থিতা প্রত্যাশী অনেকে ওসির এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।

জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম তালুকদার বাবলু বলেছেন, স্থানীয় এমপির সাথে ওসি আনন্দ ভ্রমণে গেছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটা তার ঠিক হয়নি। একজন সরকারি কর্মকর্তা হয়ে জনপ্রতিনিধির সাথে যাওয়াটা ঠিক নয়। উনি সরকারি আদেশ পালনের চেয়ে এমপির আদেশ-নির্দেশ পালনে বেশি সচেষ্ট থাকেন। উপজেলার আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে এমপির নির্দেশে ওসি মিথ্যা মামলাও দিয়েছেন।

উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে এমিপর সাথে ওসির কক্সবাজার ভ্রমণ করা ঠিক কাজ হয়নি। ভ্রমণের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এমপির পক্ষ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দেন এই ওসি।

ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ছুটিতে বাইরে আছি। এখনও আসিনি। সংসদ সদস্যের সাথে কক্সবাজার ভ্রমণ বিষয়ে তিনি বলেন, এমপির সাথে ছবি দেখতে পারেন। কিন্তু বিষয় হলো আমাদের ব্যক্তিগত জীবন আছে না। আমরা আমাদের মতো আসছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ওসি পারিবারিক সমস্যা দেখিয়ে দুদিনের ছুটি নিয়েছেন। কক্সবাজার গিয়েছেন কি না— জানি না। এ ছাড়া এমপির সাথে ভ্রমণে যাওয়াটা আচরণবিধিতেও বাধা নেই। তবে বিষয়টি দৃষ্টিকটু।

Link copied!