জার্সি পাঠিয়ে বাংলাদেশকে আর্জেন্টিনার শুভকামনা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২৩, ০৯:৩৪ পিএম

জার্সি পাঠিয়ে বাংলাদেশকে আর্জেন্টিনার শুভকামনা

গত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাংলাদেশের সমর্থন পৌঁছে গেছে দেশটির মানুষের কাছে। দুটি দেশের মধ্যে ক্রীড়াপ্রেমীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যের সাথে গড়ে তুলছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুদেশের এই সম্পর্কের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে দারুণভাবে।

শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে জার্সি উপহার পাঠিয়েছে আর্জেন্টিনা ক্রিকেট দল। দলের হয়ে সেটি গ্রহণ করলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে জার্সিটি উপহার পাঠিয়েছেন দেশটির ছেলে ও মেয়েদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফিনেল ও অ্যালিসন স্টোকস। সাথে ভিডিওবার্তাও পাঠিয়েছেন আর্জেন্টিনার পুরুষ ও নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক।

বিশ্বকাপে সমর্থনের রেশ থেকে ক্রীড়াঙ্গনের বাইরেও অন্যান্য ক্ষেত্রগুলোতে আর্জেন্টিনা ও বাংলাদেশের সম্পর্ক মজবুত হচ্ছে। এর মধ্যেই বাংলাদেশে সফরে এসেছেন আর্জেন্টিনার বেশ কয়েকজন কূটনৈতিক। ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি আবারও বাংলাদেশে যাত্রা শুরু হয় আর্জেন্টিনা দূতাবাসের।

Link copied!