রাতেই পাকিস্তান ছাড়বেন রিশাদ-নাহিদ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৫, ০৫:২৯ পিএম

রাতেই পাকিস্তান ছাড়বেন রিশাদ-নাহিদ

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারত আইপিএল স্থগিত করেছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সরিয়ে নেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যেই পাকিস্তানে অবস্থান করা বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, রিশাদ ও নাহিদকে আজ রাতেই বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাইয়ে নেওয়ার চেষ্টা চলছে।

ফারুক আহমেদ বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি আমাদের জন্যও চিন্তার বিষয়। দুই দেশের এই সামরিক দ্বন্দ্ব ক্রিকেটেও প্রভাব ফেলছে। আমাদের জাতীয় দলের দুজন ক্রিকেটার বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। আমরা খবর পাওয়ার পর থেকেই তাদের নিরাপত্তা ও ফেরানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’

তিনি জানান, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সমন্বয়ক শাহরিয়ার নাফীস শুরু থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। পিএসএলের সিইওর সঙ্গে সরাসরি কথা বলেছেন ফারুক নিজেও, পাশাপাশি বার্তা পাঠিয়েছেন পিসিবি সভাপতিকে।

তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে পিসিবি অত্যন্ত গুরুত্বসহকারে কাজ করছে। সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চেষ্টা চলছে। গতকাল এক জরুরি সভা হয়েছে, আজকের মধ্যেই সকল ক্রিকেটারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ হাইকমিশনের মিলিটারি অ্যাটাশের সঙ্গেও আমরা সমন্বয় করেছি।’

শুধু ক্রিকেটার নয়, পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকের বিষয়েও বিসিবি সতর্ক রয়েছে বলে জানান ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি যেন ক্রিকেটারদের সঙ্গে একত্রে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। যদিও তারা সাংবাদিকতার দায়িত্বে গিয়েছেন, তবু তাদের নিরাপত্তাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।’

শেষে বিসিবি সভাপতি আশাবাদ প্রকাশ করেন, ‘আমি বিশ্বাস করি, খুব দ্রুত একটি কার্যকর সমাধান আসবে। পিসিবি আজ বিকেলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করছি এবং সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি যাতে আমাদের ক্রিকেটার ও সংশ্লিষ্টরা নিরাপদে দেশে ফিরতে পারেন।’

Link copied!