টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

জুলাই ১৮, ২০২১, ০৬:৫৮ পিএম

টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

হারারেতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাট নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। মোস্তাফিজুর রহমান খেলতে পারছেন না। প্রথম ওয়ানডের দলই নিয়েছে তামিম ইকবাল। 

জিম্বাবুয়ে দলে দুটি পরিবর্তন রয়েছে। সিকান্দার রাজা ফিরেছেন দলে। আর আছেন তিনাশে। রাজা দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। মারাত্বক অস্ত্রোপচার করতে হয়েছে। ক্রিকেটে ফিরবেন এটা নিয়েই শঙ্কা ছিল। অবশ্য তার ফেরায় স্বস্তি। 

মোস্তাফিজুর রহমানের কন্ডিশন ফিফটি ফিফটি ছিল। কিন্তু তিনি খেলতে পারছেন না। এখন তৃতীয় ওয়ানডেতে চোখ থাকবে। 

 বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। 

তৃতীয় সিরিজ জয়ের হাতছানি

জিম্বাবুয়ের মাটিতে এর আগে দুইটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমটি ২০০৯ সালে। অন্যটি ২০১১ সালে। ১০ বছর পর আরেকটি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুলগুলি শুধরে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান তামিম। ৫০ ওভারের ক্রিকেটে টানা ১৭ জয়ের সুখস্মৃতি আছে সাকিব-তামিমদের। আফ্রিকার দক্ষিণের দেশটির বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে এই পরিসংখ্যান নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে বাংলাদেশকে। 

ঘুরে দাঁড়াতে পারবে জিম্বাবুয়ে

প্রথম ম্যাচ হারলেও ঘরের মাঠে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী দল। যেকোনো সময় তারা ঘুরে দাঁড়াতে পারে। টেইলর, চাকাবাদের ব্যাট থেকে একটি বড় ইনিংস ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আবার বোলিংয়ে মুজারাবানিদের একাই প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে। এজন্য বাংলাদেশও বেশ সতর্ক। সিরিজ নিশ্চিত করতে হলে দলীয় পারফরম্যান্সের বিকল্প নেই বাংলাদেশের। 

বাংলাদেশের একাদশেও কোনো পরিবর্তন আসেনি। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Link copied!