ডাক্তার বলছে ক্রিকেট থেকে সরে যেতে: পাপন

ক্রীড়া ডেস্ক

আগস্ট ২৭, ২০২১, ১২:১৪ এএম

ডাক্তার বলছে ক্রিকেট থেকে সরে যেতে: পাপন

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানকে ক্রিকেটের নিবেদিত প্রাণ হিসেবে দেখা যায়। সংসদ সদস্য, ব্যবসায়িক কাজ থাকলেও তিনি মজে থাকেন ক্রিকেটেই। সে জন্য চিকিৎসক তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন। আরো কারণ হচ্ছে রাগ জাগেন। দল হারলে মন খারাপ হয়। বয়স দিনকে দিন বাড়ছে বিধায় ডাক্তার তাকে এই পরামর্শ দিয়েছেন। 

বৃহস্পতিবার বিসিবির এজিএম শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন পাপন নিজেই। তিনি বলেন, 'আমার একটা খারাপ দিক হচ্ছে হারলে হারটা আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়, হারলে আমার বৌ-বাচ্চা সামনে আসেনা। ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।'

ক্রিকেটের ব্যস্ততা বোঝাতে গিয়ে পাপন আরও বলেন, 'নাম্বার টু, ক্রিকেটটা ইজ টেকিং টু মাচ টাইম। আমাদের বোর্ড থেকে জালাল ভাই গেল নিউজিল্যান্ড, ববি ভাই গেলো জিম্বাবুয়ে। ওনারা জানেন, ওনারা অবাক হয়ে গেছেন। ভোর থেকে তো খেলা দেখেছিই, ওনাদের ওখানে ৭ টা বাজলে ফোন দিয়েছি, ব্রেকফাস্টের আগে সবার সাথে কথা বলা, তারপর টিম নিয়ে কথা বলা। আসলে ক্রিকেট ইজ টেকিং টু মাচ টাইম।'

Link copied!