দিব্যা ভারতীর মৃত্যুর ২৮ বছর

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২১, ০৮:০৭ পিএম

দিব্যা ভারতীর মৃত্যুর ২৮ বছর

বলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় দিব্যা ভারতী অন্যতম। খুব কম সময়ের অনেক বেশি খ্যাতি অর্জন করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। ১৯৯৩ সালে ৫ এপ্রিল ব্যালকনি থেকে পড়ে যান তিনি। যদিও তার মৃত্যুঘটনা এখন পর্যন্ত রহস্যজনক। গুনী এই অভিনেত্রীর ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ।

দিব্যা ভারতী ১৯৭৪ সালে ২৫ ফেব্রুয়ারি মুম্বাইতে জন্ম নেন। ১৯৯০ সালে সালে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। তেলেগু সিনেমা ‘বব্বিলি রাজা’-তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র কর্মজীবন শুরু হয় তার। ১৯৯২ সালে ‘বিশ্বআত্মা’ সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ করেন তিনি। এরপর একের পর এক সিনেমায় কাজ করে গেছেন তিনি। দুর্দান্ত অভিনয় এবং তার সৌন্দর্যের কারনে সকলের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। একই বছর ‘শোলা অর শবনম’ এবং ‘দিওয়ানা’ সিনেমাইয় অভিনয় করেন তিনি। সিনেমা দুটি বাণিজ্যিক ভাবে সাফল্য লাভ করেন। ফলে নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন তিনি। ১৯৯২ এবং ১৯৯৩-এর প্রথমার্ধে তিনি ১৪টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন, যা আজ পর্যন্ত বলিউডে অভিষেক হিসেবে তার রেকর্ড হয়ে আছে।

তবে ১৯৯৩ সালে তার অপ্রত্যাশিত মৃত্যু মেনে নিতে পারেননি তার ভক্তরা। জনপ্রিয় এই অভিনেত্রীর ভক্তদের দাবি তাকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশ ফাইলে উল্লেখ আছে, দিব্যা ভারতীর মৃত্যু ছিল দুর্ঘটনা। সেখানে উল্লেখ করা হয়েছে মদ্যপান করে পাঁচতলা অ্যাপার্টমেন্টের ব্যালকনির রেলিং ধরে হাঁটছিলেন দিব্যা, পা পিছলে পড়ে মৃত্যু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করে, মাথায় গভীর ক্ষতের চিহ্ন ছিল দিব্যার।

তবে ভক্তদের পাশাপাশি বলিউডের অন্দরে অনেকের কাছে দিব্যার মৃত্যু নিয়ে গল্প শোনা যায়। কারো মতে এটা ছিল ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন, আবার কারো মতে আত্মহত্যা করেছিলেন দিব্যা। সাধারণ দুর্ঘটনা বলে কেস ডায়েরী বন্ধ করে করে দেয়া হলেও এক প্রতিবেদন থেকে জানা যায়, 'কুপার হাসপাতালে যখন দিব্যাকে নিয়ে যাওয়া হয় তখনও তার দেহে প্রাণ ছিল। হাসপাতালের গেটে চিকিত্সকের শার্টের হাতটা শক্ত করে ধরেছিল দিব্যা, চিকিত্সক তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। হাসপাতালের গেটেই ডাক্তার লুল্লার শার্টের হাতাটা আচমকাই ফসকে গেল দিব্যার হাত থেকে। ভিতরে নিয়ে যাওয়ার আগে সব শেষ'

ভারতীর মৃত্যুর বিষয়ে তার বাবা ওম প্রকাশ ভারতী জানিয়েছিলেন, ‘আত্মহত্যা বা হত্যার কোনও প্রশ্নই নেই। হ্যাঁ,এটা ঠিক ও মদ্যপান অবস্থায় ছিল, কিন্তু কে জানে আধঘন্টায় মানুষ কতটা মদ খেতে পারে। আর অবসাদ? মানুষকে অবসাদে ফেলার মতো মেয়ে ছিল দিব্যা, নিজে অবসাদগ্রস্থ হওয়ার মেয়ে নয় দিব্যা!'

১৯৯২ সালেই প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাকে বিয়ে করেছিলেন দিব্যা। তবে এক বছরও টিকতে পারেনি তাদের বিয়ে। বিয়ের ১১ মাসের মাথায় মারা যান দিব্যা ভারতী। ২৮ বছর শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত রহস্য ঘিরে আছে তার মৃত্যু নিয়ে। দিব্যা অভিনীত বলিউড ছবিগুলির মধ্যে অন্যতম শোলা অউর শবনম, দিওয়ানা, দিল কা ক্যায়া কসুর। জীবদ্দশায় দিব্যার মুক্তি পাওয়া শেষ ছবি ক্ষত্রিয়। মৃত্যুর আগে রং ও শতরঞ্জ ছবির কাজ শেষ করেছিলেন দিব্যা। ছবি দুটি মুক্তি পায় দিব্যা ভারতীর মৃত্যুর পর। বলিউড বিশেষজ্ঞদের মনে তিন বছরের ফিল্মি কেরিয়ারে দিব্যার যা উপলব্ধি, যা জনপ্রিয়তা অনেকে তিন দশক কাজ করেও তার সিকিভাগ অর্জন করতে পারে না।

Link copied!