নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ কোয়ালিফায়ারে শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক

মার্চ ৩১, ২০২৩, ০৭:৩৯ পিএম

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ কোয়ালিফায়ারে শ্রীলংকা

তিন ম্যাচের সিরিজে শ্রীলংকাকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ালিফায়ারে পাঠিয়ে দিলো নিউজিল্যান্ড। ম্যাট হেনরি, হেনরি শিপলি এবং ড্যারিল মিচেলের দারুণ বোলিংয়ের পর উইল ইয়াংয়ের অসাধারণ ইনিংসে সিরিজের শেষ ম্যাচে কিউইরা জিতেছে ৬ উইকেটে।

আর এতেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা হচ্ছে না শ্রীলঙ্কার। হ্যামিল্টনে আজ তৃতীয় ওয়ানডে ছিল। শ্রীলংকা ১৫৭ রানে থেমেছিল। ৩২.৫ ওভারে জিতে নেয় নিউজিল্যান্ড। 

এখন সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বকাপ কোয়ালিফাই খেলে ২০২৩ বিশ্বকাপে আসতে হবে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কার পয়েন্ট এখন ২৪ ম্যাচে ৮১। দলটি আছে ৯ নম্বরে। নিয়ম অনুযায়ী, স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৮টি দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। ইতোমধ্যেই বাংলাদেশসহ ৭টি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।

অবশিষ্ট একটি জায়গা নিয়ে চলছে লড়াই। ৮৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে তাদের সব ম্যাচই শেষ। আর তাই শ্রীলঙ্কা যদি শেষ ম্যাচে জিতে যেত, তাহলে তারা টপকাতে পারতো ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজেরও বাছাই খেলতে হবে। 

Link copied!