পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১৫, ২০২১, ১১:৩৫ এএম

পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছেন বাবর আজম

পাকিস্তানকে জ্যামাইকা টেস্টে স্বপ্ন দেখাচ্ছেন বাবর আজম। জ্যামাইকায় প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করেছে। বাবর আজম ৫৪ ও ফাহিম আশরাফ ১২ রানে অপরাজিত রয়েছেন। পাকিস্তান ১২৪ রানের লিড পেয়েছে আর হাতে ৫ উইকেট আছে। বাবরের ওপর নির্ভর করছে এই টেস্টে পাকিস্তান কেমন করবে।

২ টেস্টের সিরিজ। আর প্রথম টেস্টের আরো ২ দিন বাকি। ফলে বৃষ্টি বাগড়া না দিলে ফল আসবে বোঝা যাচ্ছে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল হয়নি। ইমরান বাট রানের খাতা খোলার আগেই আউট হন। এছাড়া আবিদ আলি ৩৪, আজহার আলি ২৩ ও রিজওয়ান ৩০ রানে আউট হন। কেমার রোচ ও জেডন সিলেস ২টি করে উইকেট নিয়েছেন।  

এর আগে ওয়েস্ট ইন্ডিজ কিংসটনের এই সাবিনা পার্কে তৃতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৩ রানে। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২১৭ রান। ক্যারিবীয়রা সামান্য লিড পেয়েছিল। জসুয়া ডি সিলভা ২১ রানে আউট হন। আগের দিন ব্রাথওয়েট ৯৭ রানে রান আউট হন। আর হোল্ডার করেছিলেন ৫৮ রান। শাহেনশাহ আফ্রিদি ৪টি ও মোহাম্মদ আব্বাস ৩ উইকেট নেন।  

Link copied!