প্রধানমন্ত্রীর চায়ের রেসিপির প্রশংসা করলেন সিএনএন সাংবাদিক রিচার্ড কোয়েস্ট

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৪, ২০২৩, ১০:৩১ পিএম

প্রধানমন্ত্রীর চায়ের রেসিপির প্রশংসা করলেন সিএনএন সাংবাদিক রিচার্ড কোয়েস্ট

ব্রিটিশ সাংবাদিক এবং মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র ইন্টারন্যাশনাল বিজনেস করেসপন্ডেন্ট রিচার্ড কোয়েস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের রেসিপির ভূয়সী প্রশংসা করেছেন। বিষয়টি উল্লেখ করে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি টুইট করেছেন।

টুইটে তিনি লিখেছেন, ‘তার (প্রধানমন্ত্রী) নিজস্ব রেসিপি দিয়ে বানানো চা উপভোগ করছি: আদা, এলাচ, মধু এবং মসলার মিশেলে বানানো।

আরেক সিএনএন’র এই সাংবাদিক টুইটে 'কোয়েস্ট মিন্স বিজনেস'-এর উপস্থাপক লিখেছেন-“উষ্ণতা ও আতিথেয়তার জন্য তোমাকে ধন্যবাদ #বাংলাদেশ। এটা আমার প্রথম সফর ছিল; কিন্তু এটা শেষ সফর না।”

ওই টুইট বার্তায় রিচার্ড কোয়েস্ট আরও জানান, আগামী সপ্তাহে সিএনএন-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎকার দেখা যাবে।

প্রসঙ্গত,গতকাল সোমবার শেষ হলো বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩। ১১-১৩ মার্চ অনুষ্ঠিত ওই সামিটে  দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সামিটের আয়োজন করেন। গত ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটের উদ্বোধন করেন।সামিটে ৩০টি দেশের ব্যবসায়ীদের পাশপাশি নামকরা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়। এ সামিট উপলক্ষে ঢাকায় আসেন মার্কিন গণমাধ্যম সিএনএন’র সাংবাদিক রিচার্ড কোয়েস্ট। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতকারও নিয়েছেন, যা আগামী সপ্তাতে সম্প্রচার বলে বলে  জানিয়েছেন কোয়েস্ট।  

Link copied!