বজ্রপাতে তিন জেলায় প্রাণ হারাল ১১ জন

নিজস্ব প্রতিবেদক

মে ২৫, ২০২১, ০২:৫৭ পিএম

বজ্রপাতে তিন জেলায় প্রাণ হারাল ১১ জন

দেশে বজ্রপাতে মৃতুর সংখ্যা বেড়েই চলেছে। সোমবার (২৪ মে) বিকেলে বজ্রপাতের ঘটনায় দেশের চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ জন, সিরাজগঞ্জে চারজন ও চট্টগ্রামে ২জন। স্থানীয় সূত্র ও পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা, ভোলাহাট উপজেলা ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচ জন মারা গেছেন।

মৃতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর সাবানিয়াপাড়া গ্রামের আশরাফুল হকের ছেলে আলামিন (১৩), দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামের এনামুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭), গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া গ্রামের নাজমুলের মেয়ে সাদিয়া (১০), রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপ্লবের মেয়ে খুশি (১২), ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর হাড়িয়াবাড়ি গ্রামের আকালু হাজির ছেলে আজিজুল হক (৫৫)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস গণমাধ্যমে বজ্রপাতে ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, সোমবার বিকেলে বজ্রপাত দূর্ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া, দুগলি ও উল্লাপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জা্নায়, মৃত ব্যক্তিরা হলেন- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আজগর আলীর ছেলে হাসেম আলী (২৫), উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মো. মোশাররফ হোসেনের মেয়ে মোহনা খাতুন (১৭),গালা ইউনিয়নের দুগলি গ্রামের আজম ব্যাপারীর ছেলে নাজমুল (১৫) ও সোলাইমান মোল্লার স্ত্রী ছাকেরা বেগম (৫৬)। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা গণমাধ্যমে বজ্রপাতে ৪ জনে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সোমবার সকালে বজ্রপাতের ঘটনায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের একটি বিলে কাসেম (৪০) ও ইলিয়াছ (৫০) নামে দুই নির্মাণ শ্রমিক বজ্রপাতে মারা গেছেন।

এর আগে, গত ১৮ মে বিকেলে নেত্রকোনায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অোহত হন আরও ৪জন।

Link copied!