বাংলাদেশের বাজারে আসার আগেই গুগল সার্চে শীর্ষে 'রিয়েলমি এক্স'

ডেস্ক প্রতিবেদন

জুন ১৩, ২০২১, ০১:৩৬ এএম

বাংলাদেশের বাজারে আসার আগেই গুগল সার্চে শীর্ষে 'রিয়েলমি এক্স'

বাংলাদেশের বাজারে এখনো অফিসিয়ালি প্রবেশ করেনি 'রিয়েলমি এক্স'। কিন্তু এরই মধ্যে গুগল সার্চ ট্রেন্ডে বাংলাদেশে শীর্ষে আছে এই ফোনটি। ২০১৯ সালের জুলাই মাসে প্রথম লঞ্চ হওয়া এই মোবাইল সেটটি চীন এবং ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশে পাওয়া গেলেও বাংলাদেশে এখনো অফিসিয়ালি বাজারজাত শুরু করেনি 'রিয়েলমি এক্স'।

'গরিলা গ্লাস-৫' যুক্ত স্ক্রিনের এই ফোনে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি মেমোরি রম রয়েছে। এর গ্লোবাল ভার্সনটির সম্ভাব্য মূল্য ২৫ হাজার টাকা। অবশ্য এই সেটটি ৪জিবি র‍্যাম ও ৬৪ জিবি মেমোরি রমেও পাওয়া যায়, যার সম্ভাব্য মূল্য ১৯ হাজার ৫০০ টাকা। গ্লোবাল ভার্সন থেকে ১ হাজার টাকা কম মূল্যে মিলবে চাইনিজ ভার্সনটি। কিন্তু কী রয়েছে এই মোবাইলে, যে কারণে সকলে গুগলে খুঁজছে 'রিয়েলমি এক্স'?

অ্যান্ডরয়েড ১০ সাপোর্ট করা এই সেটে কোম্পানির 'কালার ওএস ৬.০' অপারেটিং সিস্টেমে চলবে। ১০৮০*২৩৪০ পিক্সেল স্ক্রিনের (৬.৫৩ ইঞ্চি) মোবাইলটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের এবং ৫ মেগাপিক্সেলের ইন ডেপথ ডুয়েল ক্যামেরা। মোবাইল দিয়ে অনায়াসে রেকর্ড করা যাবে 'ফোরকে' ভিডিও। সেই সঙ্গে ১৬ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা তো থাকছেই। ফলে ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিতে যারা ভালোবাসেন তাদের কাছে বেশ জনপ্রিয় এই মোবাইলটি।

ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় এই ফোনটি চার্জ দিতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। অবশ্য এই ফোনের মূল সমালোচনা ব্যাটারি নিয়ে। কেননা ৩৭৬৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি গেমারদের জন্য অসুবিধার কারণ। কিন্তু রিয়েলমির দাবি তাদের উন্নত চিপসেটের কারণে ব্যাটারি দ্রুত শেষ হবে না। ফোনের ভিতরে রয়েছে 'স্ন্যাপড্রাগন ৭১০' চিপসেট। বর্তমান সময়ে গুগল সার্চ ট্রেন্ডে বাংলাদেশে শীর্ষ আছে এই মোবাইল সেটটি।

Link copied!