রাজধানীতে চলছে উদ্যোক্তাদের আয়োজনে মেলা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২৩, ১০:৩৫ পিএম

রাজধানীতে চলছে উদ্যোক্তাদের আয়োজনে মেলা

পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে রাজধানীর বনশ্রীতে উদ্যোক্তাদের আয়োজনে চলছে উদ্যোক্তা মেলা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি উদ্যোক্তাদের গ্রুপ ‘বিএইচ বিজনেস ক্লাব’ আয়োজন করেছে এই মেলা।

রবিবার (১৯ মার্চ) তিন দিনব্যাপী এই মেলা শুরু হয়। চলবে মঙ্গলবার (২১ মার্চ) পর্যন্ত। 

বনশ্রীর এফ ব্লকের ১ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে এই মেলার আয়োজন করা হয়েছে।

এ আয়োজনে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় যারা অনলাইন মাধ্যমে ব্যবসা করছেন, তাদের পণ্য বিক্রয় ও পরিচিতি বাড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। উদ্যোক্তারা একে-অন্যের সাথে পরিচিত হচ্ছেন, সাথে চলছে কেনাবেচা।  

উদ্যোক্তারা শাড়ি-পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক, মেয়েদের জন্য নানারকম গয়না, স্টেশনারী পণ্য, ঘর সাজানোর শোপিস, ঘরে বানানো খাবারসহ বিভিন্ন রকমের পণ্যের পসরা নিয়ে বসেছে মেলায়।

এছাড়াও ১০০০ টাকা মূল্যের পণ্য ক্রয়ে পাবেন আকর্ষণীয় উপহার। লটারি আয়োজনেরও ব্যবস্থা রয়েছে।

বিএইচ বিজনেস ক্লাব গ্রুপটি অনেক দিন ধরেই ব্যবসায়ীদের নিয়ে কাজ করছে। একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সেখানে নিজের ব্যবসার প্রচারণা ও নিজেকে পরিচিত করার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। 

bh1

এর আগেও এফ-কমার্স বিষয় নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করে এই ব্যবসায়িক গ্রুপটি। সেই ওয়ার্কশপে সেরা ব্যবসায়ীদের পুরস্কৃতও করা হয়।

Link copied!