রানী মুখ্যার্জীর ৪৩ তম জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক

মার্চ ২১, ২০২১, ০৬:৫৪ পিএম

রানী মুখ্যার্জীর ৪৩ তম জন্মদিন আজ

বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে রানী মুখ্যার্জী একজন। তার নিখুঁত অভিনয়ের জন্য সবসময় তিনি প্রশংসিত। ‘মারদানি অভিনেত্রী রানী মুখ্যার্জী বেশ ভালো সময় ধরে রাজত্ব্য করেছেন ফিল্ম দুনিয়াতে। এই অভিনেত্রীর ৪৩ তম জন্মদিন আজ। বলিউডের শীর্ষ থাকা তিন খানের সাথে অভিনয় করেছেন একাধিক সিনেমায়। এছাড়াও জনপ্রিয় প্রায় সকল অভিনেতার সাথে কাজ করেছেন তিনি। ৯০ দশক থেকে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছিল যা এখন পর্যন্ত আছে।

রানী মুখ্যার্জী বড় হয়েছেন কলকাতায়। তার পরিবার আগের থেকেই বলিউডের সাথে জড়িত ছিলেন। তার বাবা রাম মুখ্যার্জী একজন পরিচালক এবং তার মা কৃষ্ণা মুখ্যার্জী একজন প্লেব্যাক গায়িকা ছিলেন।  তার বাবা রাম মুখার্জী পরিচালিত 'বিয়ের ফুল' (১৯৯৬) বাংলা চলচ্চিত্রে পার্শ্ব-চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন। ১৯৯৭ সালে তার অভিনীত ‘রাজা কি আয়েগি বারাত সিনেমায় উল্লেখযোগ্য ভুমিকা রাখার জন্য তিনি স্ক্রিন অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেন। তার কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে অন্যতম হল ব্ল্যাক, কুছ কুছ হোতা হ্যা, হাম তুম, নায়ক ইত্যাদি।

তিনি ২০১৪ সালে যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সাথে বিয়ে করেন এবং তার সাংসারিক জীবন শুরু করেন। বিয়ের পর তিনি 'মার্দানি' সিনেমা দিয়ে অভিনয় জগতে আবার ফিরে আসেন। এই সিনেমাটিতে মুলত নারীকেন্দ্রিক চরিত্রে তাকে দেখা গেছে। রানী মুখার্জী অভিনয়ের পাশে সমান তালে তার সাংসারিক জীবনও চালিয়ে যাচ্ছেন। তার এবং আদিত্যর একমাত্র কন্যা আদিরাকেও তিনি যথেষ্ট সময় দেন। মেয়ে আদিরা হওয়ার পর তিনি অনেক দিন সিনেমা করেননি। তিনি সবসময় তার মেয়েকে নিয়েই কাটিয়েছেন। এখনও খুব কম সিনেমায় কাজ করছেন তিনি।

Link copied!