রোচের ব্যাটিং বীরত্বে শ্বাসরুদ্ধকর জয় ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১৬, ২০২১, ১০:১৮ এএম

রোচের ব্যাটিং বীরত্বে শ্বাসরুদ্ধকর জয় ওয়েস্ট ইন্ডিজের

জয়ের জন্য জ্যামােইকায় প্রথম টেস্টের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৬৮ রান। পাকিস্তানের বোলিং তোপে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে তারা। শেষ উইকেটে ১৭ রানের জুটি উপহার দেন কেমার রোচ ও জেডন সিলেস। পাকিস্তান প্রবল চেষ্টার পরেও ম্যাচটি হাতে রাখতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ম্যাচটি জিতে সিরিজ ১-০ তে লিড নিয়েছে। 

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে এই পঞ্চম দিনেই অলআউট হয় ২০৩ রানে। বাবর আজম ৫৫ রানে আউট হন। ফাস্ট বোলার সিলেস ৫৫ রানে ৫ উইকেট নেন। বলে নৈপুণ্য দেখানোর পাশাপাশি বীরত্বের সাথে লড়েছেন শেষে। ফলে ম্যাচসেরা হয়েছেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজ টার্গেট তারা করতে নেমে সুবিধা করতে পারছিল না। শাহেনশাহ আফ্রিদি, হাসান আলি ও ফাহিম আশরাফ চেপে ধরেন ক্যারিবীয়দের। ১৬ রানেই ৩ উইকেট হারায় তারা। শাহেনশাহ আফ্রিদিই প্রথম তিনটি উইকেট নেন। এরপর রস্টন চেজ (২১) ও জারমেইন ব্ল্যাকউড ৬৮ রানের জুটি উপহার দেন চতুর্থ উইকেটে। ব্ল্যাকউড ৫৫ রানে ফেরেন। শেষের দিকে কেমার রোচ স্নায়ুচাপে ধকল সামলেছেন। পাকিস্তান জয় দেখছিল। ১৫১ রানে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারায়। রোচ ৫২ বলে ৩০ রান করেন। অপর দিকে সিলেস ২ রানে অপরাজিত ছিলেন। অবিশ্বাস্য লড়াই শেষে এসেছে জয়। 

২০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে।  

Link copied!