সাকিব ও লিটনের ইতিহাসের পর সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

মার্চ ৩০, ২০২৩, ১২:১৫ এএম

সাকিব ও লিটনের ইতিহাসের পর সিরিজ বাংলাদেশের

বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি করেন লিটন দাস। আর এ ম্যাচে সাকিব ৫ উইকেট নিলেন। আবার সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন। আর ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ১ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ১৩৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন। সাকিব তাকে টপকে ওপরে উঠলেন (১৩৬ উইকেট)। ক্যারিয়ারে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয়বারের মত ৫ উইকেট শিকার করলেন তিনি।

বাংলাদেশ ১৭ ওভারের ম্যাচে ২০২ রান সংগ্রহ করে। জবাবে আয়ারল্যান্ড ৯ উইকেটে ১২৫ রান তুলতে সক্ষম হয়। ৭৭ রানের জয় টাইগারদের।

সাকিব ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রান সংগ্রহ করে। আর বোলিংয়ে ২২ রান দিয়ে ৫ উইকেট নেন। লিটন ব্যাটিংয়ে ৪১ বলে ৮৩ রান করেন। বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে দ্রুততম ফিফটি করেন ১৮ বলে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এ ম্যাচেও টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। টস হবার ১০ মিনিট পর বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচটি। বৃষ্টির কারনে ১ ঘন্টা ৪০ মিনিট নষ্ট হওয়ায় ম্যাচটি ১৭ ওভারে নির্ধারিত হয়।

ব্যাট হাতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন ও রনি তালুকদার। ৩ দশমিক ৩ ওভারে বাংলাদেশের রান ৫০ স্পর্শ করেন তারা। যা টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ রান বাংলাদেশের। ষষ্ঠ ওভারের প্রথম বলে ১ রান নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এজন্য ১৮ বল খেলেন তিনি। ২০০৭ সালে ২০ বলে করা মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙ্গে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়েন লিটন।

সাকিবের ঘূর্ণিতে ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। এতে দ্রুত গুটিয়ে যাবার শংকায় পড়ে আইরিশরা। কিন্তু ৭ নম্বরে ব্যাট হাতে নামা কার্টিস ক্যাম্ফার ঝড় তুলেন। ২৯ বলে হাফ-সেঞ্চুরি তুলে দলের রান ১শ পার করেন তিনি। ১৫তম ওভারে তাসকিনের বলে আউট হন ক্যাম্ফার। ৩টি করে চার-ছক্কায় ৩০ বলে ৫০ রান করেন তিনি।শেষ পর্যন্ত  ১৭ ওভারে ৯ উইকেটে ১২৫ রানে শেষ হয়  আয়ারল্যান্ড ইনিংস। বাংলাদেশের সাকিব ২২ রানে ৫টি ও তাসকিন ২৮ রানে ৩টি উইকেট নেন।

আগামী ৩১ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

Link copied!