১২৪ রানেই গুটিয়ে গেল টাইগারদের ইনিংস

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৩, ০৯:৩৮ পিএম

১২৪ রানেই গুটিয়ে গেল টাইগারদের ইনিংস

১২৪ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। ইনিংসের ৪ বল হাতে রেখেই টাইগারদের সাজঘরে পাঠালো আয়ারল্যান্ড।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হোয়াইটওয়াশের আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ২-০তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং অর্ডারের ধস দেখতে হলো দলকে। ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৫ রানের টার্গেট ছুড়ে দিল আয়ারল্যান্ডকে।

এর আগে দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৫ রানে মার্ক অ্যাডায়ারের বল তুলে মেরে জর্জ ডকরেলের ক্যাচ হন লিটন দাস। পরের ওভারে হ্যারি টেক্টরের শিকার হন ৪ রান করা নাজমুল হোসেন শান্ত। আর চতুর্থ ওভারে রনি তালুকদার কার্টিস ক্যাম্ফারের বলে ব্যক্তিগত ১৪ রানে ফেরেন। 

পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন অধিনায়ক সাকিব আল হাসানও আউট হয়ে যান। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। সে সময় ফিরে যান তৌহিদ হৃদয়ও। উইকেটে এসে শুরুতেই ছয় মেরে ভালোকিছুর আভাস দিয়েছিলেন অভিষিক্ত রিশাদ হোসেন। কিন্তু খুব বেশিদূর এগোতে পারেননি তিনিও। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই ডানহাতি রিশাদকে ফেরান হাম্ফ্রেইস। একই ওভারে তাসকিনও সাজঘরের পথ ধরেন।

১০ ওভার শেষের আগেই ৭ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশকে এগিয়ে নেন নাসুম আহমেদ ও শামীম হোসেন। অষ্টম উইকেটে দুজন মিলে এনেছেন ৩৩ রান। গ্যারেথ ডিলানির বলে স্টার্লিংয়ের হাতে সহজ ক্যাচ দিয়ে নাসুম ফেরেন ১৩ রানে। শরিফুলও ৫ বলে ৫ রান করে ফিরে যান। এরপর লড়াইটা একাই চালিয়ে নেন শামীম। শেষ পর্যন্ত ৪২ বলে ৫১ রান করে থামেন তিনি। দলের সংগ্রহ ৪ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ১২৪ রান।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ম্যাথু হাম্ফ্রেইস নিয়েছেন ২ উইকেট। 

এ ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন হয়েছে। অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। এছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামও দলে ফিরেছেন। গত ম্যাচের একাদশ থেকে নেই মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।

Link copied!