করোনাভাইরাসে বিপর্যস্ত এখন ভারত। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার ৮ পর্যন্ত ৩ হাজার ২৯৩ জন মারা গেছেন। আর এই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। দেশটিতে করোনাভাইরাসের শুরু থেকে এটিই সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।
বুধবার(২৮ এপ্রিল) আনন্দবাজারের খবরে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৯৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট ২ লাখ ১ হাজার ১৮৭ জনের মৃত্যু হলো।
প্রায় দুই সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটিতে একটু হলেও কমলেও বুধবার সর্বোচ্চ রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু ও শনাক্ত হওয়ার ঘটনা ঘটলো। গত মঙ্গলবার দেশে ভারতে মারা যায় ২ হাজার ৭৭১ জন। এ নিয়ে ওইদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৯৪।
সোমবার(২৬ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাসে দেশটিতে মারা যায় ১ লাখ ৯৫ হাজার ১২৩ জন। ওইদিন গত ২৪ ঘন্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক ২ হাজার ৮১২ জন মারা গেছেন। সোমবার একদিনে এত বেশি মানুষের মৃত্যু দেখলো করোনায় আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা পৃথিবীর বৃহত্তম এই গণতান্ত্রিক দেশটি।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ি, রবিবার (২৫ এপ্রিল) গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৬১ জন। এ নিয়ে ওইদিন পর্যন্ত দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১১জন। শনিবার (২৪ এপ্রিল) গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা যায় ২ হাজার ৬২৪ জন। ওইদিন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয় ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন মারা গেছেন। ওইদিন গত ২৪ ঘন্টায় মৃত্যুমিছিলে যোগ হয়েছিল ২ হাজার ১০২ মরদেহ। বুধবার (২১ এপ্রিল) গত ২৪ ঘন্টায় মারা যায় ২ হাজার ২৩ জন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে গত ১৬ সেপ্টেম্বর দেশটিতে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৯০জনের মৃত্যু হয়। শুক্রবার (১৬ এপ্রিল) পর্যন্ত ওই সংখ্যাই ছিল একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এই রেকর্ড ভেঙ্গে যায় পরের দিন। ওই দিন (১৭ এপ্রিল) ভারতে একদিনে মারা যায় ১ হাজার ৩৪১ জন। সোমবার (১৯ এপ্রিল) মৃত্যুর রেকর্ড আবারও ভেঙ্গে যায়। গত ২৪ ঘন্টায় মোট মারা যায় ১ হাজার ৬১৯ জন। আর মঙ্গলবার (২০ এপ্রিল) এ সংখ্যাও ছাড়িয়ে একদিনে মৃত্যু বেড়ে গিয়ে দাঁড়ায় ১ হাজার ৭৬১জনে। আর বুধবার (২৮ এপ্রিল) একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশটি।
এদিকে, বুধবার (২৮এপ্রিল) করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন আক্রান্ত হওয়ায় ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন। বুধবার (২৭ এপ্রিল) দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিল ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। ওইদিন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছিল ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। গত কয়েকদিনে দেশের দৈনিক মৃত্যুতে রোজই তৈরি হয়েছে নতুন রেকর্ড।
দৈনিক সংক্রমণ মঙ্গলবার(২৭ এপ্রিল) গত ৪ দিনের তুলনায় একটু কম রয়েছে। তারপরেও রোজ তিন লাখের বেশি আক্রান্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ।
সোমবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ওইদিন ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৭৩ লাখে ছাড়িয়ে যায়।
রবিবার (২৫ এপ্রিল) একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছিল সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ি, রবিবার (২৫ এপ্রিল) পর্যন্ত ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জন।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শনিবার (২৪ এপ্রিল) গত ২৪ ঘন্টায় ভারতে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন করেনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর এই সংখ্যা নিয়ে ওইদিন পর্যন্ত ভারতে মোট করোনা রোগী হিসেবে শনাক্ত হয় ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন। ওইদিন গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হন ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন। একদিনে এই সংখ্যা সারাবিশ্বের মধ্যে ছিল সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড দখলে ছিল যুক্তরাষ্ট্রের। চলতি বছরের ৮ জানুয়ারি গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন।
বৃহস্পতিবার(২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙ্গে দেয় ভারত। আর এই ঘটনার ৪৮ ঘন্টা পর নিজের রেকর্ডও ভেঙ্গে দেয় দেশটি। শনিবার (২৪ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন করোনায় আক্রান্ত রোগী দেখেছে ভারত। রবিবার (২৫ এপ্রিল) এই সংখ্যা ছাড়িয়ে দাড়ায় ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জনে। আর সোমবার (২৬ এপ্রিল) ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের আক্রান্তের মধ্য দিয়ে রবিবারের ওই সংখ্যাও ছাড়িয়ে যায় দেশটি।
আনন্দবাজার পত্রিকার খবরে আরও বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছে ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯ জন। এই বিপুল সংখ্যক সক্রিয় রোগীকে স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। প্রতিদিন অনেক রোগী মারা যাচ্ছেন শুধুমাত্র অক্সিজেনের অভাবে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে ১৭ লাখের বেশি। সংক্রমণ হারও ছাড়িয়েছে ২০ শতাংশ। অর্থাৎ দেশটিতে করোনা পরীক্ষা হওযা ৫ জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যেই দেশ জুড়ে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৫ লক্ষ ৫৬ হাজার ১৮১ জন। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখনও অবধি দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭।